সাহিত্য

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন চার তরুণ

কবিতা, উপন্যাস, গল্প ও ছড়ার পাণ্ডুলিপির জন্য ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০২০’ পেয়েছেন চার তরুণ। গত শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

কবি আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, অভিনেতা জিয়াউল হাসান কিসলু, রম্যলেখক আহসান কবির এবং শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।

এ বছর ‘মাটি’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য প্রিন্স আশরাফ, ‘বর পালালো’ ছড়ার পাণ্ডুলিপির জন্য জনি হোসেন কাব্য, ‘শেষ বিকেলের গল্প’ পাণ্ডুলিপির জন্য তন্ময় আলমগীর ও ‘উদ্বাস্তু মেঘের মিছিল’ কবিতার পাণ্ডুলিপির জন্য মাহমুদ হায়াত পুরস্কার পেয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের নগদ সম্মানি ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া ২০১৮ সালে পাণ্ডুলিপি পুরস্কার বিজয়ীসহ প্রিয় বাংলার প্রায় ২০ লেখককে সম্মাননা দেওয়া হয়।

Advertisement

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেদ রেহমান ও সালমা তালুকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয় বাংলার প্রকাশক এস এম জসিম ভূঁইয়া।

এসইউ/জেআইএম