বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে বাংলাদেশে যে গণজাগরণ হবে, সেই গণজাগরণের ফলে স্বৈরাচারের পতন হবে।’
Advertisement
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনের চত্বরে আইনজীবী ফোরামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আইনজীবী ফোরামের মহাসচিব অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার ব্যাপারে অবিচার করা হচ্ছে। বিচার বিভাগ যদি খালেদা জিয়ার বিষয়ে অবিচার করে তবে সত্যি আমরা সেই বিচার মানতে বাধ্য নাই। বাংলাদেশের মানুষ সেই বিচার মানবে না। জেলের তালা ভেঙে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বের করবই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই গেছেন, কেন গিয়েছেন জানি না। সরকারি সফর, সেই সরকারি সফরে আবুধাবি সরকারের কোনো লোক আসেন নাই। কেউ তাকে অভ্যর্থনা জানায়নি। খালেদা জিয়াকে যদি অবিলম্বে মুক্তি না দেন। সিআরপিসির ধারা অনুযায়ী আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) স্মরণ করিয়ে দেব। অবিচার স্বৈরাচার ফ্যাসিজম পৃথিবীতে টিকতে পারে নাই। আপনিও পারবেন না।’
Advertisement
সমাবেশে অন্যান্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা আহমেদ আযম খান, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আবেদ রাজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, মো. ফারুক হোসেন, শরীফ ইউ আহমেদ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ফাইয়াজ জিবরান ও মহিউদ্দিন মহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএইচ/আরএস/এমএস