আন্তর্জাতিক

আইএসকে অর্থায়নের দাবি নাকচ কাতারের

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে অর্থায়নের বিষয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়। এই অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন কাতারের কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা এই দাবিকে দৃঢ়ভাবে নাকচ করে দেন।তারা বলেন, কাতার শুধুমাত্র মধ্যপন্থী কিছু সংগঠনকে অর্থ সহায়তা করে থাকে। আর এই কাজে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মধ্যপ্রাচ্যের কিছু গোয়েন্দা সংস্থার সাহায্য নেওয়া হয়।চলতি সপ্তাহে কাতারের সরকার প্রধান ও আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুক্তরাজ্যে এক সরকারি সফরে এই মন্তব্য করেন।বেশ কিছু দিন ধরেই কাতারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছিল পশ্চিমা সংবাদ মাধ্যমে। বলা হচ্ছিল কাতারের বিভিন্ন বিত্তশালী ব্যক্তি এবং সরকারের পক্ষ থেকে আইএস এবং আল কায়দার মত জঙ্গি সংগঠন গুলোকে অস্ত্র এবং অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি।

Advertisement