বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলো লম্বা সময় ধরে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই সভা চলে। লম্বা এই সময়টাতে অনেক কিছুই আলোচনায় ছিল। পাকিস্তান সফর, কেন্দ্রীয় চুক্তির সঙ্গে ছিল ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর বিষযটিও।
Advertisement
গত অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল, ম্যাচ ফি বাড়ানোর। এবারের সভায় সেই সিদ্ধান্তই নিয়েছে বিসিবি।
মোটকথা, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের জন্য সুখবর। এখন থেকে তারা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে আগের চেয়ে বেশি অর্থ পাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। রোববার বিসিবি পরিচালক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলে পাবেন ২ লাখ টাকা করে। প্রতি ওয়ানডের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ লাখ টাকা এবং এক টেস্টের ম্যাচ ফি বাবদ থাকবে ৬ লাখ টাকা করে।
Advertisement
উল্লেখ্য, সবশেষ বেতন কাঠামোতে টেস্ট ম্যাচে সাড়ে ৩ লাখ, ওয়ানডেতে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে পেতেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এআরবি/আইএইচএস/এসএএস/এমএসএইচ