জাতীয়

তিন মন্ত্রীর বাতিলের পর ভারত সফরে যাচ্ছেন তথ্যমন্ত্রী

চারদিনের সফরে সোমবার (১৩ জানুয়ারি) ভারত যাচ্ছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। দুই দেশের তথ্যখাতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ সফরে যাচ্ছেন তিনি।

Advertisement

হাছান মাহমুদ নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশের তিন মন্ত্রীর দিল্লি সফর বাতিল করা হয়েছে। ডিসেম্বরে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়। দুই মন্ত্রীর সফর স্থগিতের পর যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকও স্থগিত করে বাংলাদেশ।

সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভারত সফর বাতিল করা হয়। ১৩-১৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা সংলাপে তার উপস্থিত থাকার কথা ছিল। ভারতের নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্ক তৈরির পর তাদের এসব সফর বাতিল করা হয়।

Advertisement

এদিকে হাছান মাহমুদের এ সফরের সময় পুরো ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার ও বাংলাদেশে আকাশবাণী চ্যানেলের সম্প্রচার উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দুই দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

এছাড়া দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকায়নের জন্য অভিজ্ঞতা বিনিময়ে হায়দরাবাদের রামুজী ফিল্ম সিটি পরিদর্শন করবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মন্ত্রীর এ সফরে বেতার, বিএফডিসি ও মন্ত্রীর দফতরের কর্মকর্তারা সফরসঙ্গী হবেন।

আরএমএম/আরএস/জেআইএম

Advertisement