খেলাধুলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতলে ফুটবলারদের ১ লাখ ডলার পুরস্কার

আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

Advertisement

আজ (রোববার) ফুটবলারদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারা হোটেল মধ্যাহ্নভোজ করেন কাজী সালাউদ্দিন। সেখানেই ফুটবলারদের উৎসাহ বাড়াতে এই মোটা অংকের পুরস্কারের ঘোষণা দেন তিনি।

শুধু কি চ্যাম্পিয়ন হলেই পুরস্কার পাবেন জামাল ভূঁইয়ারা? না, ফাইনালে উঠলেও খেলোয়াড়দের পুরস্কার দেবেন বাফুফে সভাপতি। রানার্সআপ হলে ফুটবল দলের জন্য পুরস্কার ৫০ হাজার মাকির্ন ডলার। অর্থাৎ কাজী মো. সালাউদ্দিনের পুরস্কার পেতে হলে ফুটবলারদের ফাইনালে উঠতেই হবে।

১৫ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিরুদ্ধে। গত বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে এই ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

Advertisement

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলংকা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- মরিসাস, বুরুন্ডি ও সিসেলস।

আরআই/আইএইচএস/এমএস