আন্তর্জাতিক

কুনদুজে হাসপাতালে হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ : জাতিসংঘ

আফগানিস্তানের কুনদুজে একটি দাতব্য হাসপাতালে বিমান হামলায় ১৯ জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ওই ঘটনাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন। খবর আল জাজিরা ও বিবিসির।আফগানিস্তানের কুনদুজ শহরের দখল নিয়ে বেশ কয়েকদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান বিদ্রোহীদের ব্যাপক লড়াই চলছে। তালেবানবিরোধী অভিযানে আফগান বাহিনীকে সহায়তা করতে শনিবার কুনদুজে ওই বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিনস স্যানস ফ্রনটিয়ারস (এমএসএফ) জানিয়েছে, বিমান হামলায় তাদের ১২ জন কর্মী ও তিন শিশুসহ সাতজন রোগী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। এদিকে, শনিবারের ওই হামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন।এদিকে, হাসপাতালে হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে হামলার বিষয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। এ জন্য মার্কিন প্রতিরক্ষা দফতরের তদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।এর আগে, সোমবার কুনদুজ শহরের দখল নেয় তালেবান বিদ্রোহীরা। পরে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ এই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী বলে দাবি করছে আফগান সরকার।এসআইএস/পিআর

Advertisement