দেশজুড়ে

জাপানি নাগরিক হত্যা : তদন্ত কমিটি গঠন

রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবিরকে প্রধান করে রোববার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে শনিবার রাতে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাউনিয়া উপজেলার ১ নং সারাই ইউনিয়নের কাচুয়া আলুটারি গ্রামে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন হোসি কুনিও। তিনি নগরীর মুন্সিপাড়া এলাকায় গোলাম জাকারিয়া বালা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।হোসি কুনিও এক বছরের ভিসা নিয়ে বাংলাদেশ আসেন। গত চার মাস ধরে তিনি রংপুরে অবস্থান করছিলেন।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুন্সিপাড়ার বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক অংশীদার হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও রিকশাচালক মোন্নাফকে আটক করেছে পুলিশ।# জাপানি নাগরিক হত্যার ঘটনায় মামলা# জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার আইএসের : রয়টার্স ## রংপুরে জাপানি নাগরিককে গুলি করে হত্যা## জাপানি নাগরিককে গুলি করে হত্যা : আটক ৪## জাপান ও দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে সতর্কবার্তা## হোসে কুনিও হত্যার বিচার চায় যুক্তরাষ্ট্রএসএস/পিআর

Advertisement