বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’র গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স রোববার বেলা ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। প্রিন্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ড দলটির ভোকাল সাঈদ হাসান টিপু।
Advertisement
সাঈদ হাসান টিপু বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালেও সে অফিসে গিয়েছিল। হঠাৎ করে অফিসে অসুস্থ হয়ে পড়ে প্রিন্স। দ্রুত বাইকে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’
অবসকিওর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসের অন্যতম একটি ব্যান্ড। আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিওর প্রতিষ্ঠা করেন টিপু।
একাধিকবার এই ব্যান্ডটির লাইন আপ পরিবর্তন হয়েছে। বর্তমানে ব্যান্ডটির বেজ গিটারিস্ট হিসেবে ছিলেন গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স।
Advertisement
এমএবি/জেআইএম