দেশজুড়ে

বনের হনুমান শহরে!

রোববার সকাল সাড়ে ৯টা। রাজশাহী মহানগরীর সপুরা গোরস্থানের ভেতরে একটি শিশু গাছের ওপরে একটি হনুমান বসে থাকতে দেখে। পরে প্রাণিটিকে এক নজর দেখার জন্য অনেকেই ছুটে আসেন। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকলে ১০টার দিকে হনুমানটি গাছ থেকে গাছে লাফিয়ে স্থান ত্যাগ করে।  এর আগে শনিবার সকাল ৯টা। রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারের পাশে কৃষ্ণচূড়া গাছে বসে আছে এক হনুমান। মুখপোড়া হনুমান দেখে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অবাক। বনের হনুমান শহরে! গাছের ওপরে বসে থাকা হনুমান দেখতে ভিড় জমতে থাকে। কেউ কলা, কেউ পাউরুটি এগিয়ে দেয়।কয়েক সপ্তাহ ধরে হনুমানটিকে রাজশাহী ও এর আশপাশের এলাকায় দেখা যাচ্ছে। সাধারণ মানুষের ধারণা ভারতীয় সীমান্ত পেরিয়ে কোনোভাবে হনুমানটি দিক হারিয়ে দেশে ঢুকে পড়েছে। এরপর থেকেই এখানে-সেখানে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। এক সপ্তাহ আগে হনুমানটিকে পবা এলাকার নওহাটা পিল্লাপাড়া এলাকার বিভিন্ন গাছে গাছে ঘুরতে দেখা গেছে।রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন জাগো নিউজকে জানান, সকালে কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারের পাশে কৃষ্ণচূড়া গাছে হনুমানটি দেখতে পাওয়া যায়। হনুমানটি দেখে মায়া লাগে। দোকান থেকে সাগর কলা কিনে গাছের ডালে রাখলে হনুমানটি তা নিয়ে খায়। এরপর অনেকক্ষণ সে গাছে অবস্থান করছিল। সকাল সাড়ে ১০টার দিকে হনুমানটি অন্য জায়গায় চলে যায়।শাহরিয়ার অনতু/এসএস/এমএস

Advertisement