জাতীয়

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ : যান চলাচল বন্ধ

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা করলে পুলিশ তাদের শাহবাগে বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। ফলে বর্তমানে শাহবাগ মোড়ে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শাহবাগে দায়িত্বরত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা যদি ৩০ মিনিটের মধ্যে রাস্তা থেকে সরে না যায়, তাহলে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বাধ্য করবেন।পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন মোট ৭ জন। এর মধ্যে শিক্ষার্থী ৫ জন এবং অভিভাবক ২ জন। পাঁচ শিক্ষার্থী হলেন, আবু সায়েম, মোহাইমেনুল লিয়ন, আশেক বিন ত্মাকী, শাজনীন আক্তার পিংকী ও সাদিয়া আক্তার মাইছুন। দুই অভিভাবক হলেন, ড. বোরহান উদ্দীন ও অধ্যক্ষ আশফাক কামাল।এদিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে জাদুঘরের সামনে অবস্থান নিতে বলেছে। যদি আন্দোলনকারীরা পুলিশের কথামতো সরে যায় তাহলে পুলিশ তাদেরকে স্মারকলিপি দেয়ার জন্য নিয়ে যাবে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে তারা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর শাহবাগ মোড় থেকে সরবে।এমইউ/এআরএস/পিআর

Advertisement