জাতীয়

রাজনৈতিক সমর্থনে আজ সাংবাদিকদের মধ্যে বিভাজন

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) কোনো রাজনৈতিক সংগঠন বা কারো লেজুড়বৃত্তি করার জন্য নয় উল্লেখ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু বলেছেন, রাজনৈতিক সমর্থনের জন্য আজ সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে।রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সংবাদিক ইউনিয়ন আয়োজিত ‘বন্ধ গণমাধ্যম চালু, ৯ম বেতন বোর্ড ঘোষণা ও ৮ম বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার কিছু গণমাধ্যম বন্ধ করে দেওয়ার কারণে অনেক সাংবাদিক মানবেতর জীবন অতিবাহিত করছেন। অবিলম্বে সকল বন্ধ প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।তিনি আরো বলেন, রাজনৈতিক সমর্থনের জন্য আজ সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোনো রাজনৈতিক সংগঠনের মঞ্চ নয়। সাংবাদিকদের অধিকার আদায় ও জনগণের মূখপাত্র হয়ে থাকবেন।এলাহি নেওয়াজ খান সাজু বলেন, অনলাইন সাংবাদ মাধ্যমের কারণে আমরা দ্রুত সংবাদ পেয়ে থাকি। যারা সংবাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে সুষ্ঠু বেতন দেওয়া হয় না। তাই আমরা অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করবো।মানববন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন- ডিইউজের সহ-সভাপতি মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ফেরদৌস, সাংবাদিক নেতা সরদার ফরিদ, আমিরুল ইসলাম, সাব এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।আএসএস/আরএস/পিআর

Advertisement