নকল-নকল-নকল। বর্তমান সময়ে ঢাকাই ছবিতে সবচাইতে কমন একটি শব্দ এবং অভিযোগ। গেল ঈদে মুক্তি পাওয়া বাণিজ্যিক দুটি ছবিই ছিলো নকলের দোষে দুষ্ট। স্বাভাবিকভাবেই সেসব ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকেরা। তবে এবার সবাই নড়েচড়ে বসতে পারেন। আসছে ৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সম্পূর্ণ মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। চমৎকার এক রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। চন্দন বলেন, ‘নকলের এই বাজারে একটি মৌলিক ছবি উপহার দেয়ার লক্ষেই ছবি পরিচালনায় এসেছি আমি। এটি আমার প্রথম ছবি। অনেক যত্ন নিয়ে আমি ছবির গল্প সাজিয়েছি, দৃশ্যধারণ করেছি। ছবির গানগুলোও তৈরি করেছি সবার প্রিয় শিল্পীদের নিয়ে শ্রুতিমধুর করে। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে কায়েস আরজু ও আইরিন জুটির প্রথম ছবিটি। আমি সবাইকে ছবিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’তিনি আরো বলেন, ‘অন্তত আমার ভুলগুলো ধরিয়ে দিতে হলেও ছবিটি দেখবেন আপনারা। মৃতপ্রায় এই চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে যেমন মৌলিক গল্পের প্রয়োজন তেমনি প্রয়োজন দর্শকদের ভালোবাসা।’ছবিতে কায়েস ও আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, রিমা, ডায়না, মুকিত, কবি খন্দকার এবং মিশা সওদাগর।৯ অক্টোবর সারাদেশের প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে মৌলিক গল্পের প্রেমের ছবি ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল।এলএ/এমএস
Advertisement