দেশজুড়ে

পানছড়িতে ইউপিডিএফের বাজার বয়কট ও সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র কর্মী মহেন্দ্র ত্রিপুরা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে সড়ক অবরোধ ও বাজার বয়কটের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

Advertisement

শনিবার (১১ জানুয়ারি) সকালে ইউপিডিএফ‘র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংগঠনটির পানছড়ি উপজেলা সংগঠক রুপায়ন চাকমা এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয় মহেন্দ্র ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে রোববার (১২ জানুয়ারি) পানছড়ি বাজার বয়কট ও সোমবার (১৩ জানুয়ারি) পানছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়া হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টায় পানছড়ির উল্টাছড়ির মরাটিলা নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে মহেন্দ্র ত্রিপুরা (৩০) নিহত হয়। এসময় মহেন্দ্র ত্রিপুরার কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের কথা জানায় নিরাপত্তা বাহিনী। নিহত মহেন্দ্র ত্রিপুরা ওই এলাকার বাসিন্দা মিলন ভুষণ ত্রিপুরার ছেলে।

Advertisement

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/জেআইএম