খেলাধুলা

তিন মাস নিষিদ্ধ জিদান

কোচিংয়ের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার পরও কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ কাস্টিয়ার দায়িত্ব পালন করায় জিনেদিন জিদানকে তিন মাস নিষিদ্ধ করেছে স্প্যানিশ ‍ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।রিয়াল মাদ্রিদের ‘বি’ টিম কাস্টিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড জিদান। গত বছর কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, কোচিংয়ের যথাযথ কাগজপত্র না থাকায় জিদানের বিরুদ্ধে কেনাফে এস্কুয়েলাসের পরিচালক মিগুয়েল গালান অভিযোগ আনার পরই তাকে নিষিদ্ধ করেছে আরএফইএফ। কারণ স্প্যানিশ ফুবটলের তৃতীয় স্তরে কোচ হিসেবে কাজ করতে হলে কোচিংয়ের লেভেল ৩-এর সনদ থাকা জরুরি। কিন্তু তা নেই জিদানের।গালান এক মন্তব্যে জিদান সম্পর্কে বলেছেন, ‘জিদানের উয়েফা ‘এ’ লাইসেন্স আছে। কিন্তু ওই লাইসেন্স কোচ হিসেবে রিয়াল মাদ্রিদ কাস্টিয়াতে কাজ করার জন্য যথেষ্ট নয়।’ এদিকে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা।

Advertisement