দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনাকে স্বাগত জানাল হাজারো মানুষ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষিত মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে শুক্রবার (১০ জানুয়ারি)। বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনাকে স্বাগত জানিয়েছে হাজারো মানুষ।

Advertisement

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামালের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহস বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ।

র‌্যালিতে আরও অংশ নিয়েছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

Advertisement

র‌্যালি শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্থাপিত মুজিববর্ষের ক্ষণগণনা ঘড়িকে ঘিরে আলোচনা সভা ও ক্ষণগণনা ঘড়ির উদ্বোধন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শুদ্ধভরে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

আকরামুল ইসলাম/এএম/পিআর