আগামীকাল শুক্রবার জুমার নামাজ আদায় করে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আনুষ্ঠানিকভবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।
Advertisement
ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রথমে আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিতে যাবেন। সেখান থেকে জুরাইন কবরস্থানে তার বাবা অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করবেন। পরে বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকার দুই সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।
Advertisement
কেএইচ/এসআর/পিআর