আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি হাসপাতালে মার্কিন সেনাদের বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুসহ বাকিরা ওই হাসপাতালের সহায়তাকর্মী ছিলেন বলে রয়টার্সের এ খবরে জানানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।শনিবার কুন্দুজে কর্মরত ত্রাণ সংস্থা, মেডিসিনস সানস ফ্রন্টায়ারস-এমএসএফ’র একটি হাসপাতালে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।তবে মার্কিন সেনারা ভুলবশত এ হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাটো। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলেছেন, মার্কিন বাহিনী কুন্দুজে শনিবার রাতে অভিযান পরিচালনা করে।আরএস/এমএস
Advertisement