আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় শিশুসহ নিহত ১৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি হাসপাতালে মার্কিন সেনাদের বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুসহ বাকিরা ওই হাসপাতালের সহায়তাকর্মী ছিলেন বলে রয়টার্সের এ খবরে জানানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।শনিবার কুন্দুজে কর্মরত ত্রাণ সংস্থা, মেডিসিনস সানস ফ্রন্টায়ারস-এমএসএফ’র একটি হাসপাতালে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।তবে মার্কিন সেনারা ভুলবশত এ হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাটো। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলেছেন, মার্কিন বাহিনী কুন্দুজে শনিবার রাতে অভিযান পরিচালনা করে।আরএস/এমএস

Advertisement