বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। আলু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু সব খাবার। তেমনই একটি পদ হলো আলু জিরা। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এটি। লুচি, পরোটা অথবা রুটির সাথে গরম গরম খেতে বেশ লাগে। জেনে নিন রেসিপি-
Advertisement
উপকরণ:
জিরা আলু রেসিপিউপকরণবড় সিদ্ধ আলু কিউব করে কাটা- ৪টাজিরা- ১ চা চামচভাজা জিরার গুঁড়া- ১ চা চামচতেল- ৪ টেবিল চামচমরিচগুঁড়া- ১ চা চামচধনেগুঁড়া- ১ টেবিল চামচলবণ- স্বাদমতোলেবুর রস- ১ চা চামচধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ।
প্রণালি:
Advertisement
প্রথমে প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে জিরা হালকা করে ভেজে নিন। তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে একে একে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লেবুর রস দিন।
এবার সেদ্ধ করা আলুর কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন। মেশানো হয়ে গেলে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
এইচএন/পিআর
Advertisement