গ্রাম বাংলার হাড়িয়ে যাওয়া ঐতিহ্যবাহী মাঝি-মাল্লাদের নৌকাবাইচ খেলাটি তিস্তাপাড়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় এ নৌকাবাইচ খেলা অনুষ্ঠিত হয়।তিস্তাপাড়ে নৌকাবাইচ দেখতে দূর-দূরান্তর থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, যুবক-যুবতী, বৃদ্ধাসহ অনেকে ছুটে আসেন। দর্শকের পরিপূর্ণতায় তিস্তারপাড়ে এক অন্য রূপে পরিণিত হয়।উপজেলার গড্ডিমারী ইউনিয়ন কর্তৃক আয়োজনে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলায় গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বুলু, উপজেলা যুবলীগ সভাপতি হামিদুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মামুন, সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার জিহান প্রমুখ।রবিউল হাসান/বিএ
Advertisement