জাতীয় দলের দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ বেশ ভালো বোলিংই করলেন। শেষ ওভারে গিয়ে যদিও কিছুটা রান দিয়ে ফেলেছেন দুজনই। তারপরও সমান ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তারা। আর তাতেই মিরপুরে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৯ উইকেটে ১৪৫ রানে আটকা ঢাকা প্লাটুন।
Advertisement
টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল আর এনামুল হক বিজয়। দুই ওপেনার ১৮ বলের উদ্বোধনী জুটিতে ওঠে ২৬ রান। ৭ বলে ১১ রান করে বিজয় লুইস গ্রেগরির শিকার হলে ভাঙে এই জুটি। এরপর তিন নম্বরে নেমে কিছুই করতে পারেননি মেহেদী হাসান, ৬ বলে ফেরেন ১ রান করে।
উইকেট হারানোর সেই গতি আর থামেনি ঢাকার। আরিফুল হক (১২ বলে ১৩), মুমিনুল হক (৮ বলে ৭) এবং একপ্রান্ত ধরে খেলতে থাকা তামিম ইকবালও (৩৮ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রান) হাল ছাড়লে ৯০ রানে ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা।
১৪তম ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন। ওভারের চতুর্থ বলে তামিমকে ওয়াটসনের ক্যাচ বানানোর পর পঞ্চম বলে আসিফ আলিকে (১২ বলে ৯) বোল্ড করেন ডানহাতি এই পেসার।
Advertisement
এরপর শাদাব খান ছোটখাটো এক ঝড় তুলে ঢাকাকে সম্মানজনক একটা পুঁজি পর্যন্ত নিয়ে গেছেন। ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজ দুই উইকেট তুলে নেন। তবে শাদাব ১৯ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩১ রানে অপরাজিতই থেকে যান।
৪ ওভারে ৩ উইকেট নিতে মোস্তাফিজের খরচা ৩৪ রান। সমান ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তাসকিন। এছাড়া মোহাম্মদ নবী পান ২ উইকেট।
এমএমআর/পিআর
Advertisement