লাইফস্টাইল

চিংড়িমাছ দিয়ে তৈরি করুন ঝাল পাটিসাপটা

শীতের এই মৌসুমে পছন্দের সব পিঠা খাওয়া হয় এক এক করে। কিন্তু শীত মানেই কি শুধু মিষ্টি স্বাদের পিঠা? পিঠা হতে পারে ঝাল স্বাদেরও। ঘরে থাকা চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু ঝাল পাটিসাপটা। জেনে নিন রেসিপি-

Advertisement

উপকরণ:ময়দা ১২৫ গ্রামচালের গুঁড়া ২৫ গ্রামলবন এক চিমটিডিম ১টাদুধ ৩০০ মিলিমাখন ২৫ গ্রামপনির ৪০ গ্রামটুকরো করা চিংড়ি মাছ ৫০০ গ্রামপেয়াজ ১টিধনেপাতা ১ টেবিল চামচ কুচি করা তেল বা মাখন ভাজার জন্য।

প্রণালি:প্যানে অলিভ অয়েল গরম করতে হবে এবং পেঁয়াজগুলো তাতে ভালো করে ভাজতে হবে। ২৫ গ্রাম মাখন এবং ২৫ গ্রাম ময়দা মিশিয়ে একটা হালকা মিশ্রণ তৈরি করতে হবে। এরপর এতে ৩০০ মিলি লিটার দুধ দিয়ে ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর আঁচ বাড়িয়ে দিয়ে তার মধ্যে পনিরের টুকরা, লবণ, মরিচ, ১ টেবিল চামচ ধনেপাতা এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে।

ময়দা, চালের গুঁড়া, এক টেবিল চামচ ধনেপাতা এবং একটু লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে। ডিম এবং ৩০০ মিলি লিটার দুধ মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করতে হবে। বাকি দুধটা দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে।

Advertisement

প্যানে মাখন গরম করতে হবে ধোঁয়া ওঠা পর্যন্ত। প্যানে মিশ্রণের কিছুটা দিয়ে হাতা দিয়ে ঘুরিয়ে পাটিসাপটা তৈরি করতে হবে। নিচের অংশে রং ধরা পর্যন্ত রান্না করতে হবে। এরপর চিংড়ি মাছের মিশ্রণ এর মধ্যে দিয়ে পরিবেশন করতে হবে।

এইচএন/পিআর