দেশজুড়ে

নীলফামারীতে বিলুপ্ত ছিটমহলে লিচুর চারা বিতরণ

নীলফামারীর ডিমলায় চারটি বিলুপ্ত ছিটমহলবাসীদের মধ্যে বিনামূল্যে একটি করে চায়না থ্রি জাতের লিচু গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস এ চারা বিতরণ করেন।নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অরবিন্দু রায়ের ব্যক্তিগত সহযোগিতায় ৫১৯টি চায়না থ্রি জাতের লিচুর চারা বিতরণ করা হয় পশ্চিম খড়িবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অরবিন্দু রায়, গয়াবাড়ী  ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছারুল হক।অপর দিকে, স্বাস্থ্য বিভাগের পক্ষে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের সঙ্গে যুক্ত ৩১ নম্বর বিলুপ্ত ছিটমহল নগর জিগাবাড়ির জয়নাল আবেদীনের বাড়ির উঠানে স্বাস্থ্য বিভাগের পক্ষে মতবিনিময় সভা করেন। টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জেড এ সিদ্দিকী, বিলুপ্ত ছিটমহলবাসী জয়নাল আবেদীন প্রমুখ।বাংলাদেশি নতুন এই নাগরিকরা যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন সেজন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে সিভিল সার্জন আব্দুর রশিদ বলেন, বাংলাদেশ ভুখণ্ডে যুক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিয়ে আসছেন। আরো সেবা দিতে ঘরে ঘরে কর্মী পাঠানো হচ্ছে। তিনি বলেন, নগর জিগাবাড়িতে প্রস্তাবিত কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।জাহেদুল ইসলাম/এমজেড/বিএ

Advertisement