বিনোদন

জামিয়া ও নেহরুর শিক্ষার্থীদের পাশে দীপিকা

ভারতের এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঢল নেমেছে। একটা দীর্ঘ সময় পরে বলিউডের বেশ কয়েকজন ধীরে ধীরে সরব হতে শুরু করেছেন।

Advertisement

আলিয়া ভাট, তাপসী পান্নু, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, হৃতিক রোশন, অজয় দেবগন, অনিল কাপুররা নিন্দা জানিয়েছেন। মুম্বইয়ে একের পর এক প্রতিবাদ সমাবেশে উপচেপড়েছে ভিড়। যে দীপিকার স্বামী রণবীর সিংহ প্রধানমন্ত্রীকে ‘জাদু কি ঝাপ্পি’ দিয়েছিলেন, সেই দীপিকা পাড়ুকোনও প্রতিবাদসভায় যোগ দিয়েছেন।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে সাবরমতী হোস্টেলের বাইরে টি পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউয়ের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক সংগঠনের প্রতিবাদ সভা ছিল। ছাত্র সংসদের আহত নেত্রী ঐশী ঘোষসহ প্রতিবাদী শিক্ষার্থীরাও ছিলেন। ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কানহাইয়া কুমার। কানহাইয়া যখন আজাদির স্লোগান তুলছিলেন, তাদের সবার পাশেই দাঁড়িয়েছিলেন দীপিকা। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ক্যাম্পাসে পৌঁছে ঐশীকে নমস্কার জানিয়ে দিপীকা বলেন, তিনি কোনও বক্তৃতা করবেন না। শুধু ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিতেই এসেছেন। পরে ঐশীর ফেসবুক পেজে সেই ছবি দিয়ে লেখা হয়, ‘প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলুন।’

সোমবার থেকে দিল্লিতে রয়েছেন দীপিকা। এক অ্যাসিড-আক্রান্ত তরুণীর ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে নতুন ছবির প্রচারেই তিনি সেখানে গিয়েছেন। সোমবার রাতে একটি চ্যানেলকে তিনি বলেন, ‘মানুষ যে নির্ভয়ে বেরিয়ে এসে নিজের মত প্রকাশ করছেন, সেটা খুব ইতিবাচক।’

Advertisement

জেডএ/জেআইএম