ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আইএস সন্দেহে দশম শ্রেণির এক ছাত্রসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ও শনিবার দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি আটজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।আটককৃতরা হলেন, উপজেলার আঠারবাড়ী উপজেলার আ. রশিদ, মিজানুর রহমান, পৌরসদরের দত্তপাড়ার হায়দার আলী (৩৮), নতুন বাজার সুপার মার্কেটের নাবিল টেলিকম থেকে বদিউল হাসান (২৪), হেলাল উদ্দিন (২০), জুনাঈদ (২৬), মাসুদ মিয়া (২২) ও মজিবুর রহমান (২০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশের ওসি বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ ফাহিম আল ফয়সালের কথার উপর ভিত্তি করে আরো আটজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি
Advertisement