জাপানি নাগরিক হত্যার পর এবার দক্ষিণ কোরিয়া বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে।শনিবার দুপুর ২টার দিকে দেশটির ঢাকাস্থ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এদিকে নিজ দেশের নাগরিক খুন হওয়ায় বিস্তারিত তথ্য দিতে বলেছে জাপানি দূতাবাস।রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোমিও হত্যার ঘটনায় এ সাবধানতা দেয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরিয়ান নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। দেশের যেকোনো স্থানে চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে উচ্চপর্যায়ে সচেতনতা অবলম্বনেরও আহবান জানানো হচ্ছে।শনিবার বেলা ১১টার দিকে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাহিগঞ্জের পাশের আলুটারি গ্রামে রিকশায় করে যাওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী হোসে কুনিও।জেডএইচ/আরআইপি
Advertisement