তথ্যপ্রযুক্তি

প্লুটোর মতই শ্যারন!

মার্কিন গবেষণা সংস্থা নাসা প্লুটো গ্রহের রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরে কাজ করছে। নাসার স্পেস ক্রাফট নিউ হরিজন গ্রহটির আশ-পাশে চষে বেরাচ্ছে। এ মহাকাশযানটি প্লুটোর অনেক অজানা তথ্য জানিয়েছে। নাসার এ মহাকাশযানের ক্যামেরা প্লুটোর উপগ্রহ শ্যারনের ছবি পাঠিয়েছে। শ্যারনের ছবিটি দেখতে প্লুটোর মতই। তেমন বৈচিত্র্য নেই এই উপগ্রহটিতে। উপগ্রহটির গায়ে লাল রংয়ের আবরণ দেখা গেছে। তবে শ্যারনের উত্তর মেরু অঞ্চলের রঙ সবচেয়ে আকর্ষণীয় বলে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন। নাসা এটির নামকরণ করছে মর্ডর দাগ (Mordor Macula)। ছবিতে বেশ কিছু চিহ্ন দেখা গেছে, যা দেখে নাসার বিজ্ঞানীরা মনে করছেন সেখানে কিছু দিন আগেই হয়ত কোনোরকম ভৌগলিক কার্যকলাপ সম্পন্ন হয়েছে। চিহ্নগুলো নিয়ে গবেষণাও শুরু করেছে বিজ্ঞানীরা।এসআইএস/আরআইপি

Advertisement