ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারকার্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি চেয়েছেন।
Advertisement
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি চিঠি উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে পাঠান তিনি।
আবুল কাসেম বলেন, এ ধরনের একটি চিঠি আজ পেয়েছি। তবে নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চলানোর বিষয়ে কিছু উল্লেখ নেই। তাই বিষয়টি ইসির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকার দুই সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।
Advertisement
এইচএস/এএইচ/এমএস