জাতীয়

তথ্য অধিকার আইন বাস্তবায়ন চান ডিসিরা

জেলা প্রশাসকেরা (ডিসি) মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে তারা এ সহযোগিতা চান। পরে মন্ত্রী এ কথা জানান।মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন কার্যকর, গতিশীল ও বাস্তবমুখী করতেও সহযোগিতা চেয়েছেন ডিসিরা। সাংবিধানিক ধারা অব্যাহত রেখে ও গণতান্ত্রিক পরিবেশে জনপ্রশাসন কীভাবে জনগণের পাশে থেকে সরকারের নীতি বাস্তবায়ন করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ইনু। এর আগে বুধবার মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না, কোনো আলোচনা করছি না। শেষ দিনের প্রথম অধিবেশনে সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন।

Advertisement