রাজনীতি

সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলীর ইন্তেকাল

সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের ছেলে মঞ্জুর আহমদ মনসুর জানান, তিনি শনিবার ভোর সাড়ে ৪টায় রাজধানীতে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।তিনি সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এম.এন.এ) এবং ১৯৭৯ সালে ও ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় সংসদের একজন সদস্য নির্বাচিত হন। মরহুমের প্রবাসী সন্তানেরা দেশে ফিরলে আগামী সোমবার বাদ জোহর তার নামাজ-ই-জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমের পরিবাবর্গ তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।একে/আরআইপি

Advertisement