আন্তর্জাতিক

হিন্দু মেয়েকে বিয়ে করছেন ইমামের ছেলে

ভারতের দিল্লী জামে মসজিদের শাহী ইমামের ছেলে শাবান বুখারি দেশটির হিন্দু সম্প্রদায়ের এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। কয়েক বছরের সম্পর্ককে পরিণতি দিতে যাচ্ছেন দিল্লী জামে মসজিদের দ্বিতীয় এই ইমাম। খবর নিউ ইন্ডয়ান এক্সপ্রেসের।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক বছর ধরে গাজিয়াবাদের এক হিন্দু নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছেন শাবান বুখারি। তবে প্রথমে ছেলের বিয়ে রাজি ছিলেন না শাহী ইমাম বুখারি। কিন্তু কনে ইসলাম ধর্ম গ্রহণ করার আশ্বাস দেয়ায় ছেলের সঙ্গে ওই হিন্দু নারীর বিয়েতে মত দেন তিনি। ইতিমধ্যে ওই নারী কোরআন পড়া শুরু করে দিয়েছেন। তবে এখন পর্যন্ত হবু কনের নাম জানায়নি বুখারির পরিবার। আগামী ১৩ নভেম্বর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ নভেম্বর হবে তাদের রিসেপশন। বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য মহিপালপুরে একটি কমিউনিটি সেন্টারও বুক দেওয়া হয়েছে।এর আগে গত বছর দিল্লী জামে মসজিদের শাহী ইমাম ছেলে শাবান বুখারিকে মসজিদের দ্বিতীয় উত্তরসূরী ঘোষণা করেছেন।এসআইএস/আরআইপি

Advertisement