আইন-আদালত

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ : আইনি সহায়তা দেবে বাংলাদেশ আইন সমিতি

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। সমিতির পক্ষ থেকে ধর্ষণের শিকার হওয়া ছাত্রীর যাবতীয় আইনি সহায়তা দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও ধর্ষককে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবি শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জাগো নিউজকে বলেন, ‘মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Advertisement

এফএইচ/এফআর/জেআইএম