অর্থনীতি

গঠন হচ্ছে বাংলাদেশ-কানাডা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কানাডার ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলে বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে। কানাডা-বাংলাদেশ এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করতে একমত। যত দ্রুত সম্ভব এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

Advertisement

এতে করে বিজনেস ম্যান টু বিজনেস ম্যান (বিটুবি) আলোচনার জন্য একটি প্লাটফর্ম তৈরি হবে। বাংলাদেশে অ্যাগ্রো প্রসেসিং জোন গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে, কানাডা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবে।

সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী নিজ দফতরে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনয়া প্রেফন্টেনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কানাডা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০২৭ সাল থেকে এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা থাকবে না। তখন কানাডা চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে বাংলাদেশ আশা করে।

Advertisement

কানাডার রাষ্ট্রদূত বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত। যত তারাতারি সম্ভব এ গ্রুপ গঠন করা সম্ভব হবে, তত তারাতারি বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের কাজ শুরু করা সম্ভব হবে। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করছে। কানাডা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহী। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হলে কানাডা অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সহযোগিতা প্রদান করবে। প্রাইভেট সেক্টরে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, কানাডা এ সুযোগ নিতে চায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান এ সময় উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এসএইচএস/জেআইএম

Advertisement