দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

গাজীপুরে একটি যাত্রীবাহী বাসের কালভার্টের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের এক নারী যাত্রী (৪৫) নিহত এবং শিশুসহ অপর ১৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-গাজীপুর সড়কের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের পরনে প্রিন্টের শাড়ি রয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদেরকে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।জয়দেবপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিয়াজ উদ্দিন জাগো নিউজকে জানান, গাজীপুর থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি কালভার্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের কমপক্ষে ১৬জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা হলেও চালকের পালিয়ে যান।শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জাগো নিউজকে জানান, ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়ের এক নারী বাসযাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর বাসযাত্রী সামিউল (৩০), রুবেল (৪৫) ও মাইন উদ্দীনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া শিউলী (১৯), সুজনকে (২০) এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাফিজুর রহমান (৫৫), রফিকুল ইসলাম (২৭), আঁখি (২৪), আব্দুল লতিফ (৪০), আবু হানিফ (৫০), ফজলুর রহমান (৫৫), জনি (৩০). চাঁদনী (৭), চন্দন (৪০) এবং মোহাম্মদ আলীকে (৪২) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।মো. আমিনুল ইসলাম/এমজেড

Advertisement