নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। শুক্রবার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হলেও তারা এখনো স্বীকার করেনি। খবর দ্য গার্ডিয়ানের। কর্মকর্তারা জানান, রাজধানী আবুজা থেকে ৪০ কিলোমিটার দূরে কুজে শহরের একটি পুলিশ স্টেশনে প্রথম বোমা হামলার ঘটনা ঘটেছে। একই শহরের নিয়ানা নামের একটি বাসস্ট্যান্ডে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই।এ হামলার একদিন আগে মাইদুগুরিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি ২৯ মে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৬০ জন মানুষ জঙ্গি হামলায় নিহত হয়েছে।এসআইএস/আরআইপি
Advertisement