দৈর্ঘ্য কমিয়ে এনে হলেও ম্যাচটি আয়োজন করার চিন্তা ছিল স্থানীয় আয়োজকদের। কিন্তু আসামের রাজধানী গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের ছোট্ট একটা ভুলের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পুরোপুরি বাতিল বলে ঘোষণা করতেই বাধ্য হলেন ম্যাচ রেফারি।
Advertisement
টস হলেও ম্যাচ অনুষ্ঠিত হয়নি বৃষ্টির কারণে। বাংলাদেশ সময় রাত সোয়া ১০টা ছিল ম্যাচ শুরুর সর্বশেষ সময়। তার অনেক আগে বৃষ্টি বন্ধ হয়ে গেলেও উইকেটকে খেলার উপর্যুক্ত হিসেবে গড়ে তোলা যায়নি কেবল, গ্রাউন্ডসম্যানদের সেই ‘ছোট্ট’ ভুল।
কি ভুল করলেন গ্রাউন্ডসম্যানরা? যেটার জন্য ম্যাচই বাতিল করতে হলো? বৃষ্টির পানিতে ধোয়া পিচ কভার সরানোর সময় অসাবধানতাবশত উইকেটের ওপর বাড়তি পানি গড়িয়ে পড়ে। সেই পানির কারণেই শেষ পর্যন্ত উইকেট আর খেলার উপযোগি করা যায়নি এবং ম্যাচও মাঠে গড়ানো সম্ভব হয়নি। সব মিলিয়ে ম্যাচ পরিত্যক্ত।
বৃষ্টির পূর্বাভাষ থাকলেও ম্যাচ ভেস্তেক দেওয়ার মতো ছিল না। উত্তর-পূর্ব ভারতে গত কয়েকদিন ধরেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির রেশ এখনও রয়েছে। ফলে ম্যাচের সময় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিলই। গ্রাউন্সম্যানরাও তৎপরতায় ছিলেন শুরু থেকেই।
Advertisement
নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর ঠিক আগে দু’এক ফোঁটা বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই দ্রুত পিচ ঢেকে ফেলেন মাঠকর্মীরা। পরে বৃষ্টির ধীরে ধীরে বাড়তে থাকে। যদিও বৃষ্টির মাঝেই সুপার শপার দিয়ে মাঠ থেকে পানি তুলে ফেলার কাজে নিয়েজিত হয় গ্রাউন্ডসম্যানরা।
ওই স্টেডিয়ামের মাঠ-কর্মীরা বেশ কিছুদিন আগে থেকে অক্লান্ত পরিশ্রম করে ম্যাচ আয়োজনের জন্য মাঠকে উপযুক্ত করে তুলেছিলেন, তারাই বৃষ্টি থামলে পিচের উপর থেকে কভার তোলার সময় ভুল করে বসেন। কভার থেকে পানি গড়িয়ে পড়ে বাইশগজের উইকেটে। আউটফিল্ড খেলা উপযোগী করে তোলা গেলেও শেষ পর্যন্ত উইকেটের ভেজা জায়গাগুলো শুকনো করা যায়নি।
হেয়ার ড্রায়ার, এয়ার হিটার, এমনকি ইলেক্ট্রিক আয়রণ ব্যবহার করেও উইকেট খেলার উপযুক্ত করে তুলতে ব্যর্থ হন মাঠ-কর্মীরা। কয়েক দফায় উইকেট পরিদর্শনের পর আম্পায়াররা শেষমেশ ম্যাচ পরিতক্ত বলে ঘোষণা করেন। ভারত-শ্রীলঙ্কা সিরিজের পরের ম্যাচ ইন্দোরে ৭ জানুয়ারি (মঙ্গলবার)।
আইএইচএস/পিআর
Advertisement