ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত অফিসারদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীতে ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্র্চ একাডেমির মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো.আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, রফি আহমেদ বেগ ও আবদুস সাদেক ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইয়ানুর রহমান।আবদুল মান্নান বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের সুষম বন্টণ নীতি বাস্তবায়নের জন্য কাজ করছে ইসলামী ব্যাংক। গত ৩২ বছর ধরে এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের ব্যাপক আস্থা অর্জনে সক্ষম হয়েছে।তিনি আরো বলেন, ব্যাংকের সম্মান ও স্বীকৃতি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃতি লাভ করেছে। নবীন অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের জ্ঞানার্জনের মাধ্যমে সমাজে অবদান রাখতে হবে।আরএম/জেডএইচ/আরআইপি
Advertisement