দেশজুড়ে

বৃষ্টির পানি গড়িয়ে যাওয়া নিয়ে নারীর কান ছিঁড়ে নিল প্রতিপক্ষ

তুচ্ছ ঘটনা নিয়ে বিবাদে জড়িয়ে প্রতিবেশী নারীর কান ছিঁড়ে নিয়েছে প্রতিপক্ষ। রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম ইতি বেগম (৩৫)। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

Advertisement

তার ছেলে হৃদয় হোসেন (২০) এবং মেয়ে নিশা খাতুনকেও (১৫) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর আহত অবস্থায় ইতি এবং তার ছেলে হৃদয়কে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিশা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।

তারা জানান, সকালে বসতবাড়ির পাশ দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে যাওয়া নিয়ে প্রতিবেশী বাবলুর সঙ্গে ইতির কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে বাবলু, তার ছেলে ইমন, ভাতিজা শাওয়াল, আবদুল হাকিম ও আফজাল হোসেনসহ আরও কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

Advertisement

এ সময় ইতি বেগম ও তার দুই সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে ইতি বেগমের কানের সোনার দুল ধরে টান দিলে তার কান ছিঁড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাদের জানানো হয়েছে। আগে আহতদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

ফেরদৌস/এমএএস/জেআইএম

Advertisement