একুশে বইমেলা

বইমেলায় আসছে তৃপ্তি সাহার জীবনের গান

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লেখক তৃপ্তি সাহার প্রথম বই ‘জীবনের গান’। নিবন্ধের বইটির উপজীব্য বঙ্গবন্ধু, বইপাঠ, স্মৃতিতর্পণ, মানবিকতা, প্রকৃতি, যাপন।

Advertisement

বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। ১৭৬ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা।

বইটি সম্পর্কে তৃপ্তি সাহা বলেন, ‘বিচিত্র বোধ থেকে এ বইয়ের লেখাগুলোর জন্ম। জীবন-যাপনের মধ্যকার অনুভূতি ও অভিঘাত লেখায় ধরা পড়েছে। আশা করি ‘জীবনের গান’ পাঠকের ভালোবাসা পাবে।’

তৃপ্তি সাহার জন্ম ১৯৬৫ সালে। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন লেখালেখি করছেন। নিয়মিত প্রবন্ধ, নিবন্ধ ও স্মৃতিকথা লিখছেন। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

Advertisement

এসইউ/জেআইএম