খেলাধুলা

সামনের দিকে তাকাতে চান আকরাম

অনেক জল ঘোলা করার পর শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তবে এই নিয়ে পরে না থেকে সামনের দিকে তাকাতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। আর তাদের না আসাকে ইতিবাচক হিসাবেও দেখতে চান সাবেক এ অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার সফর বাতিল হওয়ায় দেশের ক্রিকেটের ক্ষতি মেনেই সামনের দিকে এগিয়ে যেতে চান এক সময়ের জাতীয় ক্রিকেট দলের আক্রমণাত্মক এই ব্যাটসম্যান।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক আকরাম খান বলেন, আমি মনে করি এটার একটা ভালো দিকও আছে। যারা নতুন জাতীয় দলে ঢুকছে এবং আগামীতে যারা জাতীয় দলে খেলবে তারা বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারবে। ধরেণ সাকিবের বোলিংয়ের বিপক্ষে খেলা বা ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বল করা। এতে তারা অনেক কিছুই শিখতে পারবে।তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর করলে বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নতি হতে পারতো জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া দল বাংলাদেশে না আসায় আমাদের জন্য অনেক খারাপ হয়েছে। বাংলাদেশ ওয়ানডেতে খুবই ভালো খেলছিলো। টেস্টেও ভালো করা শুরু করেছিল। আমি জানি অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থা, সেক্ষেত্রে আমাদের টেস্টেও ভালো করার সুযোগ ছিলো। আর এতে আমাদের সুনামটা আরও বৃদ্ধি পেতো।এখন বাংলাদেশ ক্রিকেট কর্মকর্তারা ভাবছেন জাতীয় লিগ নিয়ে এবং এরপর বিপিএলের তৃতীয় আসর নিয়ে। এই দুই লিগের পর প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেক্ষেত্রে এই আয়োজন গুলোর দিকেই নজর দিচ্ছেন তারা যাতে টুর্নামেন্টগুলি সাফল্যের সঙ্গে শেষ করতে পারেন তারা।আরটি/এমআর

Advertisement