বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাফ ম্যারাথনের (২১.১ কি.মি.) আয়োজন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ক্যাম্পাসেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Advertisement
রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ম্যারাথন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণ গণনা উদ্বোধন করবেন।
‘তারণ্যের রক্ত শপথে বিজয়ীর বেশে, বঙ্গবন্ধু ফিরলেন স্বদেশে’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত এ ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক-বর্তমান কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
আগামী ১০ জানুয়ারি ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হবে। এজন্য ভোর সাড়ে ৫টায় প্রতিযোগীদের সশরীরে উপস্থিত হতে হবে। প্রতিযোগিতায় ১৫০ জন অংশ নিতে পারবেন।
Advertisement
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি প্রদান করে ৫ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন docs.google.com/forms
ফারুক হোসেন/এফএ/পিআর