দীর্ঘ ৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে এবার খুব শিগগিরই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।সাদারল্যান্ড বলেন টেস্ট সফর স্থগিত হওয়ায় বাংলাদেশের হতাশাটা তিনি বুঝতে পারছেন এবং যত তাড়াড়াড়ি সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) তিনি সিরিজের পুনঃসূচি ঘোষনার নিশ্চয়তা দিয়েছেন।সিএ’র নিজস্ব ওয়েবসাইটে সাদারল্যান্ড বলেন, স্পস্টতই এটা বাংলাদেশের জন্য খুব, খুব হতাশার খবর। আমি মনে করছি আমরা তাদের হতাশাটা বুঝতে পারছি এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল।‘কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেট নয় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের জন্যও এটা অত্যন্ত কস্টের। এ সফরের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করে আসছিল।বাংলাদেশ দলের প্রশংসা করে সাদারল্যান্ড আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দারুনভাবে উঠে আসছে। আমরা তাদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় আছি এবং অবশ্যই অস্ট্রেলিয়া দলও। আর খুব শিগগিরই আমরা বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলতে পারব বলে আশা করছি এবং অবশ্যই আমাদের প্রথম কাজটি হবে আমরা বিসিবির সঙ্গে বসতে চাই এবং এই সফরটিকে কখন আয়োজন করা যায় সে বিষয়ে কাজ করা।এমআর
Advertisement