সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ইরানের ১০৪ জনের লাশ তেহরানে পৌঁছেছে। শনিবার সকালে ইরানি হাজিদের লাশ বহনকারী প্রথম বিমানটি দেশটিতে পৌঁছায়। ইরান দাবি করছে, তাদের অন্তত চার শ` ৬৪ জন নাগরিক ভয়াবহ এ দুর্ঘটনায় নিহত হয়েছে। খবর বিবিসির।এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মিনায় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। তবে এ দুর্ঘটনায় নিহতদের সংখ্যা এক হাজারের বেশি বলে দাবি করেছে ইরান। দুর্ঘটনায় ৩৪টি দেশের নাগরিক নিহত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার জন্য ইরান সৌদি কর্তৃপক্ষের হজ আয়োজনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। দেশটি বলছে, সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনি সৌদি সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এই দুর্যোগের সময়ে আমাদের ভাষা ছিল ভাতৃত্বের ও সম্মানের। প্রয়োজন অনুযায়ী আমরা কূটনৈতিক ভাষা ব্যবহার করেছি। এরপর প্রয়োজনে ইরান শক্তির ভাষাও ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।এসআইএস/আরআইপি
Advertisement