ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে রকেট হামলার ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট কুর্দস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা বাহিনী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের বিমানবন্দরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে সোলেইমানিও ছিলেন।
মার্কিন কর্মকর্তারা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, তারা ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপ্লবী গার্ডের প্রধানের নিহতের বিষয়ে বা মার্কিন হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।
ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়টার্সকে জানিয়েছে, জেনারেল সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।
Advertisement
এর আগে ইরাকে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস লক্ষ্য করে পাথর ছুড়েছে। সেখানকার নিরাপত্তা চৌকিতে আগুন দিয়েছে। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
আরও হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। হামলায় দু'টি গাড়ি বিস্ফোরিত হয়েছে বলে জানানো হয়েছে।
টিটিএন/এমএস
Advertisement