আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হতে পারে বৃহস্পতিবার (২ জানুয়ারি)। তবে দিবাগত রাত ১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়।
Advertisement
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, ‘২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। তখন আবার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আবার শৈত্যপ্রবাহ বইতে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে।
Advertisement
বিএ