দেশজুড়ে

ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গুলি, ম্যাগজিন ও বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী ইসমাইল হোসেন লালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পাগলা নন্দলালপুর এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ইসমাইল হোসেন লাল ফতুল্লার পাগলা শাহীবাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি নন্দলালপুর এলাকার মো. আলী মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। স্থানীয়রা জানান, কিলার মোক্তার তার বাহিনীর সদস্যদের দিয়ে ফতুল্লার পাগলা শাহীবাজারসহ তার আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এছাড়া মোক্তার ভাড়াটে খুনি হিসেবে ফতুল্লায় পরিচিত। তার বাহিনীর সদস্যদের প্রত্যেকেই প্রকাশ্যে পিস্তল নিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান জাগো নিউজকে জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অস্ত্র বিক্রি করছে এমন অভিযোগে শনিবার সকালে নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী ইসমাইল হোসেন লালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, গ্রেফতার হওয়া ইসমাইল হোসেন লালের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  শাহাদাৎ হোসেন/এসএস/এমএস

Advertisement