সচিবালয়ের চারপাশে ‘নীরব এলাকা’ হর্ন বাজানোর অপরাধে ছয় গাড়ির চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুটি গাড়ি ও চার মোটরসাইকেল চালককে সতর্কতামূলকভাবে এক হাজার তিনশ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন না বাজাতে চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী হাকিম জানান, নীরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Advertisement
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সচিবালয়ের চারপাশ ‘নীরব এলাকা’ বাস্তবায়ন কার্যক্রম উদ্বোধন করেন। ‘নীরব এলাকা’ ঘোষণা করায় শিক্ষা ভবন থেকে জিরো পয়েন্ট, সচিবালয় লিংক রোড হয়ে প্রেস ক্লাব, পল্টন হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহন হর্ন বাজাতে পারবে না।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে প্রণীত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ অনুযায়ী ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য প্রতিষ্ঠান এবং এর চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।
বিধিমালা (শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা) অনুযায়ী ‘নীরব জোন’ এলাকায় হর্ন বাজালে প্রথমবার সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই অপরাধ পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
আরএমএম/এএইচ/পিআর
Advertisement