ঢাকার সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
Advertisement
জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি কর্পোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’
মনোনয়নপত্র অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী হতে এসেছিলাম। এটা আমার জন্য খুব দুঃখজনক। আমি ডিওএইচএস এলাকায় থাকি বলে আমার মনোনয়ন বাতিল করা হলো। আমার যে ভোটার তালিকা আছে, দুই নম্বর ওয়ার্ড এবং সিটি কর্পোরেশন দেখানো হয়েছে। সেহেতু আমি যোগ্য ভোটার হিসেবে জমা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এখন আমি আইনের সহায়তা নেব। আমি অবশ্যই আইনের প্রক্রিয়ায় যাব। আমি নির্বাচন করার জন্য এসেছি। সাধ্যমত চেষ্টা করব থাকতে।’
Advertisement
এদিকে ডিএনসিসিতে বৈধ মেয়রপ্রার্থীরা হলেন- ক্ষমতাসীন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটিতে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।
পিডি/আরএস/জেআইএম
Advertisement