নতুন বছরে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। নিজেদের ঘরের মাঠে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবীয়রা। যেখানে ওয়ানডে সিরিজের শুরুতে দলের তারকা খেলোয়াড় হোল্ডারকে বিশ্রাম দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
Advertisement
আগামী ৭ ও ৯ জানুয়ারি বার্বাডোজে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ দুই ম্যাচের স্কোয়াডে নেই হোল্ডারের নাম। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এই একটিই। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আবার ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন হোল্ডার।
মূলত বিশ্রাম দেয়ার জন্যই প্রথম ওয়ানডে থেকে বাইরে রাখা হয়েছে হোল্ডারকে। প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, 'গতবছর আমাদের অনেক খেলা ছিলো। যার ফলে হোল্ডারের ওপর অনেক চাপ গিয়েছে। তাই আমরা তাকে এবার খানিক বিশ্রাম দিয়েছি। এবছরও আমাদের অনেক খেলা রয়েছে। টেস্ট অধিনায়ক ও সীমিতি ওভারের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সেরা ফর্মেই দেখতে চাই আমরা।'
বার্বাডোজে প্রথম দুই ওয়ানডে খেলার পর গ্রেনাডায় ১২ জানুয়ারি হবে সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে গ্রেনাডা (১৫ জানুয়ারি) ও সেন্ট কিটসে (১৮-১৯ জানুয়ারি)।
Advertisement
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডকাইরন পোলার্ড, সুনিল অ্যামব্রিস, রস্টোন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেমো পল, খ্যারি পিয়েরে, নিকলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।
এসএএস/জেআইএম