দেশজুড়ে

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে চার ছাত্রদল নেতাকর্মী আটক

দিনাজপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করতে চাইলে হাবিপ্রবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতিসহ চার ছাত্রদল নেতাকর্মীকে আটক করে পুলিশ। বুধবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বাহাদুর বাজার চালহাটি থেকে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়।

Advertisement

আটক চারজনের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদনান কমল, জেলা ছাত্রদল কর্মী ডিপজল শাহিন ও খোকা।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বজলুর রশিদ বলেন, দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, সাংগঠনিক সম্পাদক রায়হান ও প্রচার সম্পাদক মো. নয়নের নেতৃত্বে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাহাদুর বাজার চালহাটি থেকে বের করার চেষ্টা করা হয়।

এতে বিশৃঙ্খলা হতে পারে তাই র‌্যালি বের করতে নিষেধ করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় তারা। পুলিশ তাদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

Advertisement

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ